বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ০৬:১৯ পিএম
চট্টগ্রামের চিকুনগুনিয়ার কোনো প্রকোপ নেই। জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। চট্টগ্রামের কয়েকটি প্রাইভেট মেডিক্যালে চিকুনগুনিয়া আক্রান্তদের পাওয়া গেছে বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন তিনি।
সিভিল সার্জন আরটিভি অনলাইনকে জানান, যেসব রিপোর্টের কথা বলা হচ্ছে, সেসব রিপোর্ট পুনরায় চট্টগ্রামে এবং কিছু রিপোর্ট ঢাকাতেও পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পুনরায় পরীক্ষা নিরীক্ষার পর সেগুলো থেকে নিশ্চিত চিকুনগুনিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ না থাকলেও হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, চট্টগ্রামে এপ্রিলে ১৮ জন এবং মে মাসে ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। আর জুনে তা আরো বেড়ে দাঁড়ায় ৭৫ জনে।
চিকিৎসকরা বলছেন, চট্টগ্রামে এখনো শঙ্কা রয়েছে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার। কেননা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দু'টোই একই মশাবাহিত রোগ। ডেঙ্গু যেমন এডিস মশার মাধ্যমে ছড়ায়, তেমনই চিকুনগুনিয়ার বাহকও এই এডিস মশা।
তাই, চিকুনগুনিয়া নিয়ে শঙ্কায় আছেন স্বাস্থ্য কর্মকর্তারাও। তবে ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিয়ন্ত্রণকক্ষ খোলাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে এই পরিস্থিতিতে দুই মাসব্যাপী মশা নিধনে ক্রাশ প্রোগাম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চিকুনগুনিয়া ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করতে সাড়ে চার কোটি টাকার ওষুধ সংগ্রহ করা হয়েছে জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চিকুনগুনিয়া বা ডেঙ্গু রোগের লক্ষণ দেখা দিলে আতংকিত না হয়ে দ্রুত হাসপাতাল বা ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পাশাপাশি মশাবাহিত এসব রোগ থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এসজে