images

দেশজুড়ে

রাস্তা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

শনিবার, ০১ জুলাই ২০১৭ , ০৮:২৪ পিএম

বগুড়ার গাবতলী উপজেলায় একটি রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আলআমিন নামে এক স্কুলছাত্রের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

শুক্রবার রাতে গাবতলী উপজেলার বাগবাড়ি বাজারে এ সংঘর্ষের পর শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলআমিন মারা যান। 

নিহত আলআমিন (১৪) বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ইটালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ শনিবার দুপুরে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, ছোট ইটালি গ্রামবাসীর চলাচলে রাস্তা নিয়ে খলিলুর রহমান নামের এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কুদ্দুস মাস্টারের বিরোধ চলছিল। শুক্রবার রাতে কুদ্দুস মাস্টার বাগবাড়ি বাজারে গেলে খলিলুরের লোকজন তাকে আটকে রাখে। এ খবর জানাজানি হলে ছোট ইটালি গ্রামের লোকজন কুদ্দুস মাস্টারকে উদ্ধার করতে যায়। তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কুদ্দুস মাস্টারকে উদ্ধার করে। 

সংঘর্ষে আহতদের মধ্যে ৬ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় আঘাতপ্রাপ্ত আলআমিন শনিবার দুপুরে মারা যান। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান, বাবলু প্রামানিক, আবু বক্কর সিদ্দিক, শামিম হোসেন, ফারুক হোসেন ও ইয়াকুব আলীকে গ্রেপ্তার করে। 

এদিকে আলআমিন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সহিংসতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস