images

দেশজুড়ে

মাগুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

মঙ্গলবার, ২০ জুন ২০১৭ , ০১:১৭ পিএম

যৌতুকের দাবিতে মাগুরায় স্বামীর ছুরিকাঘাতে আছিয়া খাতুন নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার রাতে সদর উপজেলার পশ্চিম বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চার বছর আগে পলিতা বেরইল গ্রামের লাল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে আছিয়া খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে স্বামী লক্ষীখোল জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন তার উপর নির্যাতন চালায়।

এতে আছিয়া খাতুন মাগুরা জজ কোর্টে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন। মামলায় দীর্ঘ দিন জেল হাজতে থাকার পর কয়েক দিন আগে জামিনে বের হয়ে মঙ্গলবার রাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান আনোয়ার হোসেন।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, থানায় মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএস