সোমবার, ০৫ জুন ২০১৭ , ০১:৪৭ পিএম
মোংলা বন্দরের হারবাড়িয়ায় এমভি শোভা নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার ভোরে সিমেন্টের কাঁচামালসহ জাহাজটি ডুবে যায়।
হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ জানান, বন্দরের বেসক্রিক বয়ায় অবস্থান করা পানামার পতাকাবাহী জাহাজ এমভি আতিকি এসবি থেকে স্লাগ (সিমেন্টের কাঁচামাল) বোঝাই করছিল লাইটারেজ এমভি শোভা। ৪৭২ মেট্রিক টন স্লাগ বোঝাইয়ের পর লাইটারেজটির তলা ফেটে যায়। এসময় ডুবতে থাকা লাইটারেজ জাহাজে থাকা ৯ বাংলাদেশি নাবিক সাঁতরে তীরে উঠে।
এ ঘটনায় বন্দর চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি করেছে বন্দরের হারবার বিভাগ।
ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি খুলনার সেভেন সার্কেল সিমেন্ট কারখানায় যাচ্ছিল। ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারে জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে বন্দরকর্তৃপক্ষ।
এসএস