images

দেশজুড়ে

কুষ্টিয়ায় খাবারের হোটেলে ধর্মঘট, ভোগান্তি

মঙ্গলবার, ০২ মে ২০১৭ , ০১:৫২ পিএম

শ্রমিকের ওপর হাত তোলার ঘটনায় কুষ্টিয়ায় খাবারের দোকানগুলো বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে হোটেল মালিকরা। 

মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে সকাল থেকে কুষ্টিয়া শহরের কোনো খাবার হোটেল খোলা নেই। সব হোটেল রেস্তোরা বন্ধ থাকায় বিপাকে পড়েছে বাইরের মানুষ।

সোমবার মে দিবস উপলক্ষে সব খাবার হোটেল, রেস্তোরা বন্ধ রাখা ও শ্রমিকদের মজুরি দেয়ার দাবী তোলে হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতারা। এ দাবী না মেনে অধিকাংশ খাবার হোটেল মালিক হোটেল খোলা রাখে এবং শ্রমিকদের কাজ করতে নির্দেশ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে হোটেল শ্রমিকরা হোটেল খোলা রাখার দায়ে মজমপুর গেটের জাহাঙ্গীর হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার শাহানকে মারধর করেন। 

এ সময় হোটেল মালিকপক্ষের লোকজনও হোটেল শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রমজান, সহকর্মী সাগরসহ তিনজন শ্রমিককে মারধর করে। 

মালিক-শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষে ফলে হোটেল শ্রমিক ইউনিয়ন আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। 

মঙ্গলবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে মালিকরা বলেন, দোষী শ্রমিকদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলবে।

এসএস