images

দেশজুড়ে

যশোরে আজ রোদের দেখা নেই

শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ , ০৩:১১ পিএম

পৌষ মাস শুরুর আগেই যশোরের শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে  ঘনকুয়াশা ও উত্তরের বাতাসে মানুষের জীবন জবুথবু অবস্থা।

আকাশে কুয়াশায় ঢাকা থাকছে সূর্য। হিমশীতল বাতাস আর কুয়াশা। সন্ধ্যার পর তাপমাত্রা অনেক নিচে নেমে যাচ্ছে। জীবন জীবিকার খোঁজ শীতের কুয়াশাকে উপেক্ষা করে নিজ পরিবারের সবার মুখে হাসি ফুটাতেই প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে মানুষ।

এদিকে, যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটি ও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ যশোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জেবি