images

জাতীয় / দেশজুড়ে

দগ্ধ রোগীদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে: ডা. সামন্ত লাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২০ , ০৩:২৪ পিএম

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪ জন মারা গেছেন, আহত ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। রোগীদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। তারা প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, কেউই ঝুঁকিমুক্ত নন- বলেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দগ্ধদের সর্বাধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমাদের যা যা সুযোগ-সুবিধা আছে, সব ব্যবহার করে আমরা চেষ্টা করছি, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। আহতদের জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়।

জিএ